parbattanews

‘ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে’

”প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যে রাঙামাটি কাপ্তাই উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে ৪ নম্বর কাপ্তাই ইউপি কার্যালয়ের সামনে এক র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ।

প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এর প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে, ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া যারা পরিবেশ দূষণ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Exit mobile version