parbattanews

ভরদ্বাজ মনি চাকমা’র মৃত্যুর দুই যুগ পূর্তি উপলক্ষে দীঘিনালায় আলোচনা সভা

dighinala-picture-13-10-2016-1-copy

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় ভরদ্বাজ মনি চাকমার মৃত্যুর দুই যুগ পূর্তি উপলক্ষে মৃত্যুবার্ষিকী পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার সকালে উপজেলার বানছড়া উচ্চ বিদ্যালয়ে ভরদ্বাজ মনির স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল ইউমেন্সফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরামের নেতৃবৃন্দ। পরে স্মৃতিস্তম্ভে অধিকার আদায়ের আন্দোলনের সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সভাপতি সোনায়ন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শরণার্থী কল্যাণ সমিতির সদস্য বাবু আনন্দময় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা, অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা, খাগড়াছড়ি জেলা পাহাড়ি ছাত্র পরিষদ শাখার অর্থ সম্পাদক জহেল চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ একটি গণতান্ত্রিক সংগঠন, সংগঠনের গণতান্ত্রিক কর্মসূচিতে  বাঁধা প্রদান খুবই উদ্বেগজনক। তিনি অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জোর দাবি জানান। সমাবেশে বক্তারা আরো বলেন, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের নামে বার বার ভূমি দখল হচ্ছে। আমাদের সকলকে ঐক্য বদ্ধ হয়ে ভূমি বেদখলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে ১৩ অক্টোবর দীঘিনালায় আহূত ছাত্র ও গণসমাবেশে দুর্বৃত্তদের নৃশংস হামলায় নিহত হন ৭০বছরের বয়স্ক ভরদ্বাজ মনি চাকমা। সে থেকেই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ভরদ্বাজ মনি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে।

Exit mobile version