parbattanews

ভাঙাচুরা লকার, আলমিরায় শ্রীহীন কক্সবাজার জেলা বার ভবন

অনেকদিন আগের ভাঙাচুরা লকার, আলমিরা, চেয়ার-টেবিলে শ্রীহীন হয়ে পড়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবন। এনেক্স ভবনে অনেকে নতুন চেম্বার পেলেও নবাগত আইনজীবীদের বেশিরভাগ পুরাতন ভবনে বসেন। সিনিয়র আইনজীবীদের অনেককেও এই ভবনে বসছে দেখা যায়।

তবে পুরাতন বার ভবনের নিচ তলার আলমিরা, লকার ইত্যাদি জরাজীর্ণ হয়ে যাওয়ায় সেখানে রক্ষিত মূল্যবান কাগজপত্র হারানোর আশঙ্কা করছেন আইনজীবী ও তাদের সহকারীরা। এটির সংস্কার চান সংশ্লিষ্টরা।

অ্যাডভোকেট রাশেদ নেওয়াজ বলেন, ‘জেলা আইনজীবী সমিতি ভবনে রাখা আলমিরা অতিসত্বর অপসারণ করে আগের সৌন্দর্যে ফিরে আনা হোক। যারা এসব লকার বা আলমিরা ব্যবহার করেন, তাদের অনেকে ইতোমধ্যে চেম্বার পেয়েছেন। ভাঙাচুরা আলমিরা, লকার তাদের দরকার নাই। চলমান উন্নয়নে বারকে সহযোগিতা করি।’

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল বলেন, ‘ভবনের সংস্কার কাজ চলছে। সিঁড়ির নিচে কয়েকটি লকার, আলমিরা রয়েছে। এগুলো সরিয়ে নিতে নোটিশ করা হয়েছে।’

Exit mobile version