parbattanews

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ।

রবিবার কাঠমান্ডুতে ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারণ হয়।

এর আগে খেলার প্রথমার্ধে এক গোলে এগিয়েছিল ভারত। তবে দ্বিতীয়ার্ধে মারিয়ামের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। পরে নির্ধারিত সময়ে সমতা ফেরায় খেলা গড়াই টাইব্রেকারে। এদিকে টাইব্রেকারে এসেও প্রথমে হতাশার দেখে পায় বাংলাদেশ। প্রথম শট মিস করে বাংলাদেশের ফরওয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। ভারত প্রথম শটে গোল করলে বংলাদেশ পিছিয়ে পড়ে। তবে এরপরেই ঘুরে দাড়ায় বাংলাদেশের মেয়েরা। ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট সেভ করে বাংলাদেশকে ম্যাচে রাখেন গোলরক্ষক ইয়ারজান বেগম। পরে মারিয়াম ও থুইনি মারমা গোল করলে বাংলাদেশ ২-১ এর লিড পায়। ভারত চতুর্থ শটে গোল করলে স্কোরলাইনে আবার সমতা হয়। বাংলাদেশের পঞ্চম শটে সাথী মুন্ডা গোল করে। পরে ভারতের পঞ্চম শট বাংলাদেশের গোলরক্ষক সেভ করায় ৩-২ স্কোরলাইনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় রাশিয়া। এবার অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরির সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন । এতে ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা।

Exit mobile version