parbattanews

ভারতকে হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া।

রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে ছয় উইকেটে হারিয়েছে অজিরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই অপ্রতিরোধ্য ছিল ভারত। আসরের শুরু থেকে গ্রুপপর্বে নিজেদের ৯ ম্যাচে ভারত হারায়-অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসকে।

গত বুধবার আসরের প্রথম সেমিফাইনালে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে যায় ভারত। তার মানে আজ রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়র বিপক্ষে ফাইনালের আগে টানা ১০ ম্যাচে জয় পায় ভারত।

আসরের শুরু থেকে অপ্রতিরোধ্য গতিতে এগোতে থাকা ভারতকে গ্রুপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। আজ ফাইনালে ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৪০ রানে অলআউট হয় ভারত।

২৪১ রানের টার্গেট তাড়ায় ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

Exit mobile version