ভারতের কাছে আবারো বাংলাদেশের হার

Coxs cricket 2
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
ভারতের কাছে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে একেবারেই বিপর্যস্ত বাংলাদেশের মেয়েরা। গত দুটি ম্যাচের মতো শেষটিতেও হতাশার পরিচয় দিয়েছে সালমা খাতুনের দল। বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ৮১ রান করেছে ৮ উইকেটের বিনিময়ে। জবাবে ২০ বল বাকি থাকতে সাত উইকেটের জয় পায় সফরকারীরা। ৩-০ তে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপে নামছে ভারত।
এর আগে ১৬ রানে এবং ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দলের হয়ে সর্বোচ্চ রান আসে তার ব্যাটেই। রান আউট হওয়ার আগে ৪১ বলে ৩৪ রান করেন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওপেনার আয়েশা রহমানের (১৮) ব্যাট থেকে। এছাড়া বাকীরা কেউই দু-অঙ্কের ঘরে পৌছাতে পারেনি।
ভারতের হয়ে গওহর সুলতানা এবং শ্রাবন্তী প্রত্যেকে তিনটি করে উইকেট পান।
লক্ষ্যে নেমে লতিকা কুমারির ইনিংস সেরা ৩৬ ও শিখা পান্ডের ২৬ রান সফরকারীদের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখে। স্মৃতি মান্ধানা ও অধিনায়ক হারমানপ্রীত কৌর সমান ৬ রান করে করেন।
বাংলাদেশের সালমা ও জাহানারা আলম একটি করে উইকেট পান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন