parbattanews

ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে বিজিবি- বিএসএফ’র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে

খাগড়াছড়ি প্রতিনিধি:
 ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে বর্ডার গার্ড আব বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ১৫ সদেস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন নব সৃষ্ট গুইমারা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে: কর্ণেল আবুল কালাম আজাদ।

 বৈঠকে বিজিবির চট্টগ্রাম সাউথ-ইষ্ট রিজিয়নের লজিষ্ট্রিক অফিসার লে: কর্ণেল তৌহিদ, স্থানীয় আরো ৩টি ব্যাটালিয়নের অধিনায়কসহ উর্ধ্ধতন কর্মকর্তারা অংশগ্রহন করেন। প্রতিনিধি দলটি সকাল ১১টার দিকে রামগড় থানা ঘাট হয়ে ফেনী নদী পার হয়ে সাব্রুমে যান। বিএসএফ’র কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
আজকের এ বৈঠকে  সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারতের দাবী অনুযায়ী ইতিপুর্বে যৌথ পরিদর্শনকৃত সীমান্তের ৯টি পয়েন্ট কাটাতারের বেড়া নির্মাণ ,মাদক পাচার,সীমান্ত চোরাচালানসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনার কথা রয়েছে।

Exit mobile version