ভারতের মনিপুরে সহিংসতা, ইন্টারনেট বন্ধ

fec-image

ভারতের চূড়াচাঁদপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সভাস্থল আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশের সঙ্গে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

এর পরেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সফরের আগে মনিপুরের চূড়াচাঁদপুর জেলায় বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল নেটওয়ার্কও।

সরকারি সূত্র অনুযায়ী, স্থানীয় আদিবাসী ফোরামের নেতাদের নেতৃত্বে এই বিক্ষোভের নেতৃত্ব দেওয়া হয়।

সরকারে বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ, সংরক্ষিত ও সুরক্ষিত বন এবং একই রকম জলাভূমিতে বিজেপি সরকার জরিপ চালাচ্ছে এবং রাজ্যের চার্চগুলোর ওপর পরিকল্পিত আক্রমণের ঘটনা। তবে রাজ্য সরকারের দাবি, রাজনৈতিক উস্কানির কারণেই এমন ঘটনা ঘটেছে।

মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচির ভেন্যুতে উন্মত্ত জনতা হামলা চালায় বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার রাত থেকে সংর্ঘষ শুরু হয়। এরপর শুক্রবার থেকেই উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সূত্র : আনন্দবাজার

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইন্টারনেট, বন্ধ, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন