parbattanews

  ভারতে পাচারের ১১ মাস পর ফিরে এলো কুতুবদিয়ার আসমা

ভারতে পাচার হওয়া কুতুবদিয়ার আসমা বেগম ফিরে এলো বাড়িতে। দীর্ঘ ১১ মাস পর কুতুবদিয়া থানার ওসির তৎপরতায় ফিরে পেল মা-বাবা।

থানা সূত্র জানায়, ১১ মাস আগে উপজেলার আলী ফকির ডেইল গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে আসমা বেগম(১৬) চট্টগ্রামে একটি ফিশিং কোম্পানীতে কাজ করত। এসময় একটি পাচার চক্রের খপ্পরে পরে বিভিন্ন হাত বদল হয়ে তাকে ভারতে পাচার করা হয়।

গুজরাটের আহমেদাবাদের স্টেশনে স্থানীয়দের সহায়তায় তার স্থান হয় একটি শিশু আশ্রমে। সেখানের পুলিশ কুতুবদিয়া থানায় ওসির সাথে বিস্তারিত কথা হলে ওসি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেখানের কনস্যুলেটের সাথে কুটনীতিক যোগাযোগ শুরু করেন। বিষয়টি শিশু আশ্রমের সাইকোলজিস্ট ডা. হার্ষা আগারওয়ালের মাধ্যমে প্রক্রিয়াটি সহজ করতে যশোরের এনজিও “ “রাইটস যশোর” এর কর্ণধার কৃষ্ণ মল্লিকের সাথে যোগাযোগ করা হয়।

থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, আইনী সহায়তাদানকারী সংস্থার সহযোগিতায় দীর্ঘ ১১ মাস পর পাচার হওয়া আসমা বেগমকে তারা কুতুবদিয়ায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

১২ জুন ভারতে সকল প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৬ জুন) বেনাপোল বন্দরে যশোর রাইটস এর জিম্মায় তাকে হস্তান্তর করা হয়। সেখানে পুলিশ ও আসমার বাবার মাধ্যমে গ্রহণ করে নিজ বাড়িতে পৌঁছানো হয়েছে।

Exit mobile version