parbattanews

ভারতে সামরিক বাহিনীর অস্ত্রাগারে ভয়াবহ আগুন, ২ অফিসারসহ ২০ সেনা নিহত

indian_army_ammunition_depot_fire_640x360_afp_nocredit

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের নাগপুরের পুলগাঁ এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর অস্ত্র-গোলাবারুদ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ২০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৯ জন।

মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানান, নাগপুর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ওই অস্ত্র-গোলাবারুদ ডিপোতে সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি এশিয়ার দ্বিতীয়  সর্ববৃহৎ অস্ত্রাগার।

ঘটনার পরে ডিপোর আশে-পাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দমকল বাহিনীর সদস্যরা বড় বড় অগ্নিশিখাগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তবে ছোট ছোট অগ্নিশিখা এখনো জ্বলছে। পাশাপাশি বিস্ফোরণও চলছে।

২০০০ সাল থেকে অন্তত তিনবার ভারতের বেশ কয়েকটি সামরিক গোলাবারুদ গুদামে একই ধরণের আগুন লাগার ঘটনা ঘটেছে।

Exit mobile version