parbattanews

ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হওয়ায় পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণস্থানে বসবাসরতদের সতর্ক থাকা এবং প্রবল বর্ষণ শুরু হওয়ার সাথে সাথে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের নেতৃত্বে একটি দল জেলা শহরের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে বের হন এবং সেইসব এলাকার জনগণকে সচেতন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, যেহেতু দেশে এখনো বর্ষাকাল চলছে। তাই বৃষ্টি হলে পাহাড় ধসের শঙ্কা থাকে। অতীতের শিক্ষা থেকে সকল প্রকার ক্ষয়ক্ষতি এড়াতে মূলত পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জীবনমাল রক্ষার্তে প্রবল বর্ষণের সময় তাদের নিরাপদ স্থানে সরে যেতে বলার জন্য এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিনসহ সেচ্ছাসেবীর উপস্থিত ছিলেন।

Exit mobile version