parbattanews

ভাষাগত দূর্বলতার কারণে শিক্ষার মান কম পাহাড়ি শিক্ষার্থীদের

ruma-school-copy

রুমা প্রতিনিধি:

পাহাড়ি শিক্ষার্থীদের ভাষাগত দূর্বলতার কারণে এখানকার শিক্ষার মান কম। এজন্য দায়ী প্রশাসনিক দূর্বলতা ও অভিভাবকদের অসচেতনতা। শনিবার দুপুরে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিদর্শন শেষে বান্দরবানের রুমা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ শরিফুল হক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, পাহাড়ি শিক্ষার্থীদের ভাষাগত দুর্বলতা কাটিয়ে উঠতে অভিভাবকরা নিজ নিজ বাসায় ছেলে-মেয়েদের বাংলা বলার অভ্যাস করানো দরকার। এটা করা গেলে শিক্ষার্থীদের জন্য ভাল হবে।

এদিকে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হ্লাশৈনু মারমা জানান, এবার ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হবার জন্য ১৪৬জন ফরম সংগ্রহ করলেও পরীক্ষায় ৩২জন ভর্তি পরীক্ষা দিতে আসেনি। পরীক্ষায়  অংশ নেয়া ১১৪জনের মধ্য থেকে ফলাফলের মেধা অনুযায়ী ৬০জনকে ভর্তির সুযোগ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Exit mobile version