parbattanews

ভাসানচরের পথে আরও ১৫৪৪ জন রোহিঙ্গা

বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১৩ দফার দ্বিতীয় দিনে ৩৫টি বাসে করে আরো ১হাজার ৫৪৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া ছেড়েছে।

বুধবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করে উখিয়া শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ১৪ ব্যাটালিয়নের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক জানান, ১৩ দফার দ্বিতীয় দিনে দুই অংশে ৫০১ পরিবারের ১৫৪৪ জন রোহিঙ্গা ভাসানচরে উদ্দেশে চট্রগ্রামে রওনা দিয়েছে।

সাথে আছে ১৫০জন অতিথি রোহিঙ্গা যিনি ভাসানচর বেড়াতে যাচ্ছেন, এছাড়াও ২টি খালি বাস, এ্যম্বুলেন্স ২টি, পুলিশের গাড়ি ৪টি এবং রোহিঙ্গাদের মালামাল বহনকারী কাভার ভ্যান ১১টি বহরে যুক্ত রয়েছে।

এসব রোহিঙ্গরা বুধবার রাতে চট্টগ্রামে থাকবেন এবং সেখান থেকে বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে যাবেন।

এ বিষয়ে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, এবার ১৫৪৪ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া থেকে রওনা দিয়েছে।

অন্যদিকে বুধবার দুপুরে নৌবাহিনীর জাহাজে করে চট্টগ্রাম থেকে ভাসানচর পৌঁছেছে ১৯৯৯জন রোহিঙ্গা।

Exit mobile version