parbattanews

ভাসানচর থেকে পালানোর সময় ৮ রোহিঙ্গা আটক

ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় শিবির। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালাতে গিয়ে আবারও ৮ রোহিঙ্গা আটক হয়েছেন। স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। আটকৃতদের মধ্যে একজন শিশু, দুজন পুরুষ ও পাঁচজন মহিলা রয়েছে।

আটককৃতরা হলেন, হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬ নম্বর ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮), একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো. হাসান (১৬), মো. ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭), হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো. ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬), ১১ নম্বর ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪), একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো. রফিক (৭), ৬৭ নম্বর ক্লাস্টারের আবদুর শুক্করের স্ত্রী রাজিদা (১৮)।

চরজব্বর থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। বিষয়টি ভাসানচরের ট্রিপল আরসিকে জানানো হয়েছে। তার সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version