parbattanews

ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ১৬ রোহিঙ্গা আটক

মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব ইকোনোমিক জোনের উপকুলীয় অঞ্চল থেকে ১৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটকরা হলেন- জাফর আহম্মদের স্ত্রী হালিমা খাতুন (২৭), তার ছেলে মিজান (৮ মাস), মো. সালামের মেয়ে ফাতেমা (১৩), মো. আক্তারের মেয়ে মোস্তাকিমা (২০), আবু বক্করের স্ত্রী সানজিদা (২১), মো. মাহমুদের ছেলে আবু বক্কর (২৫), আবু বক্করের মেয়ে ইসমত আরা (৩), শওকত আরা (৫), আহমদ খানের ছেলে সালামত খান (২১), রশিদের ছেলে শওকত উল্যাহ (২২), শওকত উল্যাহর ছেলে ইমান শরীফ (৬ মাস), হাসান শরীফ (৬), মাহমুদের স্ত্রী দজুমা খাতুন (১৮), আবু শরীফের স্ত্রী শাহীনা (১৯), তার ছেলে আব্রাহাম খান জয় (১) ও সুলতান আহমদের ছেলে আরিফ উল্যাহ (২১)।

চট্টগ্রাম জেলার বিশেষ শাখার (ডিএসবি) এসআই তানভীর আহম্মেদ বলেন, দুপুরে নোয়াখালীর ভাসানচর থেকে দালালের মাধ্যমে ইঞ্জিনচালিত নৌকা যোগে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য পালিয়ে আসেন তারা। কিন্তু দালালরা তাদের মারধর করে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকায় নামিয়ে পালিয়ে যান। পরে তাদের স্থানীয়রা আটক করে পুলিশে হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, এদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও ছয় শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version