parbattanews

ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জনতার ধাওয়ায় পালিয়েছে চেয়ারম্যান

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালংয়ে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলমকে ধাওয়া করেছে স্থানীয়রা। জনতার বাধার মুখে ভিজিডির কার্ড বিতরণ না করেই পালিয়ে গেছেন চেয়ারম্যান। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাতাবাড়িতে সকালে ভিজিডির কার্ড বিতরণ করতে যান চেয়ারম্যান শাহ আলম।

এ সময় ইউপি সদস্য ফজল করিম ও জয়নাব বেগম লিপির নেতৃত্বে কয়েক হাজার নারী পুরুষ ভিজিডি কার্ড বিতরণে বাধা প্রদান করেন। চেয়ারম্যানের স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ করে ভুক্তভোগী জনতা।

এ নিয়ে চেয়ারম্যানের সাথে স্থানীয়দের বাকবিতণ্ডা ও হাতাহাতি থেকে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান শাহ আলম।
পরে বিক্ষুব্ধ জনতা পাতাবাড়ি বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান শাহ আলমকে ফোনে পাওয়া যায়নি।

Exit mobile version