parbattanews

ভূমিকম্পের ৮০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে আরেক শিশু উদ্ধার

তুরস্কে ভূমিকম্প আঘাত হানার ৮০ ঘণ্টা পর মোহাম্মদ ইমিন বার্ক নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কাহরামানরাস প্রদেশের এলবিস্তান এলাকার ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করা হয়। খবর আনাদোলু এজেন্সির।

এদিকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায়ের জানিয়েছেন, সোমবার তুরস্কে দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাড়ে ১৪ হাজার লোক নিহত এবং ৬৩ হাজারের বেশি আহত হয়েছেন।

কাহরামানমারাস প্রদেশকে কেন্দ্র করে ৭.৭ এবং ৭.৬ মাত্রার ভূমিকম্পটি ১০টি প্রদেশের ১৩ মিলিয়ন মানুষ অনুভব করেছিল।

এর আগে দক্ষিণ তুরস্কে ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর চার বছর বয়সি গুল ইনাল নামের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Exit mobile version