parbattanews

 ভেলায় করে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সামরিক জান্তার রোহিঙ্গা নাগরিকদের হত্যা, ধর্ষণ, বসতঘরে অগ্নিসংযোগসহ নানা নির্যাতন কিছুদিন বন্ধ রাখার পর ফের শুরু করেছে।

এতে সীমান্তের নাফ নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। সাঁতার কেটে, ভেলায় করে, যে যেমনি পারে নাফ নদী পার হয়ে অনুপ্রবেশ করছে। নৌকা সংকটের কারণে প্লাস্টিকের জারিকেন, কাঠ, বাঁশ ও দড়ি দিয়ে ভেলা তৈরি করে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে নাফ নদীর শাহপরীরদ্বীপ ও সাবরাং পয়েন্ট দিয়ে ২টি ভেলায় শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এর পুর্বে গত ৪ দিনে ভেলায় করে ৮ শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ১৫ শতাধিক রোহিঙ্গাকে বালুখালী ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। আঞ্জুমানপাড়া সীমান্তের নাফ নদীর ওপারে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে ২ হাজারের অধিক রোহিঙ্গা।

নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য সরকার নির্ধারিত জমিতে আবাসন তৈরি করে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে প্রশাসন।

Exit mobile version