parbattanews

ভোক্তা অধিকারের অভিযানে রানী ফার্মেসি বন্ধ করায় ওষুধ ব্যবসায়ীদের নিন্দা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কক্সবাজার বিমানবন্দর সড়ক সংলগ্ন রানী ফার্মেসি বন্ধ করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি।

সোমবার (৮ আগস্ট) সংগঠনটি কক্সবাজার জেলা শাখার সভায় এই প্রস্তাবনা পাশ হয়।

জেলা সভাপতি আরিফ উল মওলার সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘ওষুধের দোকানে যে কোন পরিদর্শন অথবা ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ওষধ প্রশাসন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতি বাঞ্ছনীয়।
বিভিন্ন পক্ষের মধ্যে যাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, জনস্বার্থে বিঘ্ন না ঘটে, সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।

এ বিষয়ে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন কক্সবাজারের ওষুধ ব্যবসায়ীরা।

সভায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির জেলা সদস্য রঘু দাশ, আশরাফুল আজিজ, মোহাম্মদ ইলিয়াস, সদর উপজেলা বিসিডিএস সভাপতি ভাস্কর দাশ, সদস্য বিমল চৌধুরী,সজল দাশ, উত্তম বিশ্বাস, স্বপন শর্মা,প্রবীর বিশ্বাস, সুনীল শর্মাসহ অর্ধশতাধিক ওষুধ দোকান মালিক ও সমিতির সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকারের কক্সবাজার অফিস।

এ সময় ৬নং ঘাট এলাকার রাণী ফার্মেসিতে বিএমডিসি রেজিস্টেশন ব্যতীত স্বাস্থ্য সেবা প্রদান, মেয়াদউত্তীর্ণ ওষধ বিক্রয় করা, বিক্রয়ের জন্য নয় এমন ওষুধ বিক্রয়ের আপরাধে সাময়িক বন্ধ ঘোষণা ও আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণ দাখিলের সময় দেওয়া হয়েছে।

Exit mobile version