parbattanews

ভোটগ্রহণের জন্য প্রস্তুত লক্ষ্মীছড়ির ৩টি ইউনিয়নের ২৭ টি কেন্দ্র: নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি

UPRP

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য প্রস্তুত বলে জানা গেছে। বৃহস্পতিবার দুর্গম ৩টি কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী মালামাল পৌছে দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাকি কেন্দ্র গুলোর নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ।

উপজেলা সদরের কাছাকাছি কেন্দ্র গুলো ছাড়া বর্মাছড়ি ও দুল্যাতলী ইউনিয়নের সবক’টি কেন্দ্রেই দুপুরের দিকে প্রিসাইডিং অফসার, পোলিং অফিসার, সহকারি প্রিসাইডিং ও পােলিং অফিসার, পুলিশ, আনসার, ভিডিপি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। সন্ধার আগেই সদর কেন্দ্রগুলোতে নির্বাচনীওে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের যেতে দেখা গেছে।

প্রতিটি কেন্দ্রে ৪জন পুলিশ, ৪জন আনসার ও সাধারণ ভিডিপি ১৩জন মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু ও সম্পূর্ণ করার লক্ষ্যে ৪জন ম্যাজিষ্ট্রেড নিয়োগ দেয়া হয়েছে। রয়েছে বিজিবি’র টহল। রাতেই আসছে র‌্যাব-৭ এর ২টি টীম।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান বলেন, নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো প্রকার নিরাপত্তার ঘাটতি নেই বলে তিনি জানা।

Exit mobile version