parbattanews

ভোট চেয়ে মোবাইল নম্বরে দেওয়া যাবে এসএমএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা এসএমএসে দলের নাম ও প্রতীক ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে নির্বাচিত হলে এলাকায় জনগণের জন্য গৃহীত কর্মসূচির বর্ণনা দিতে পারবেন।

এটুপি এসএমএস এগ্রিগেটর তালিকাভুক্তির নির্দেশিকার অনুচ্ছেদ ১৮.৫ সংশোধন করে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

গতকাল বৃহস্পতিবার কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের উপপরিচালক আসিফ ওয়াহিদ স্বাক্ষরিত নির্দেশনাটি এসএমএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়। তবে নির্দেশিকার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানায় বিটিআরসি।

Exit mobile version