parbattanews

ভ্রাতৃঘাতি সংঘাত নয়, পাহাড়ে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারেই খুনাখুনি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্যাঞ্চলে ভ্রাতৃঘাতি সংঘাত নয়, চাঁদাবজি ও আধিপত্য বিস্তারের জন্যই খুনাখুনি ও অস্ত্রের ঝনঝনানি হচ্ছে, এতে কেউই শান্তিতে নেই।

বৃহস্পতিবার (৩১ মে) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভবনে প্রায় দুই হাজার কৃষকদের মাঝে বিভিন্ন ফলের চারা ও কলম বিতরণের প্রাক্বালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ের সংঘাত কোন দাবী দাওয়ার জন্য নয়, শুধুমাত্র সন্ত্রাসীরা নিজেদের এলাকা নিয়ন্ত্রণে নেয়ার জন্য অবৈধ অস্ত্র ব্যবহার করেছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্রগাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল আমিন, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ, জেলা পরিষদ সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক এডভোকেট আশুতোষ চাকমা ও কৃষি সম্প্রদসারণ বিভাগের উপ-পরিচালক মো. সফর উদ্দিন প্রমুখ।

পরে কৃষকদের মাঝে আম, বেল, তেজপাতা ও লেবুর চারা বিতরণ করা হয়।

Exit mobile version