parbattanews

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে রাঙ্গামাটিতে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার

DSC04148
স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
রাঙ্গামাটি জেলার ভ্রাম্যমাণ আদালত গর্জনতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাঙ্গামাটি জেলার নির্বাহী  ম্যজিষ্ট্রেট সাজিয়া পারভিন ও নাজমুল হক। রাঙ্গামাটি জেলার মাদক দ্রব্য অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট এস, এম, শরিফুল আলম এর নেতৃত্বে জেলা কার্যালয়ের একদল সশস্ত্র ব্যাটালিয়ন আনসার সদস্যরা এ অভিযানে অংশ নেন। মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকার সময় নির্বাহী ম্যজিষ্ট্রেট সাজিয়া পারভিন ও নাজমুল হক এবং রাঙ্গামাটি আনসার ও ভিডিপি’র সার্কেল অ্যাডজুট্যান্ট এস, এম, শরিফুল আলম এর নেতৃত্বে গর্জনতলী এলাকায় রত্না ত্রিপুরার বাড়িতে এ অভিযান চালানো হয়।

এ সময়ে দেখা যায় তাদের ঘরের ভিতরে অবৈধ ভাবে তৈরীকৃত বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জামাদি। অভিযানে অংশ গ্রহণকারী আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উক্ত মদ ও মদ তৈরীর সরঞ্জামাদিসহ রত্না ত্রিপুরাকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট উক্ত ধৃত ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থে দন্ডে দন্ডিত করেন। পরে নির্বাহী ম্যজিষ্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার কৃত চোলাই মদ বিনষ্ট করা হয়।

Exit mobile version