parbattanews

মঙ্গলবার গুইমারা আসছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী

27.02.2017_Guimara EC Sahadat NEWS Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার গুইমারা আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তার সফরের কথা নিশ্চিত করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বিএম মশিউর রহমান।

নিবার্চন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বেলা ১১টার দিকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয়ে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২ জুন প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুইমারাকে উপজেলা হিসেবে অনুমোদনের পর একই বছরের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু হয় গুইমারা উপজেলা পরিষদের। প্রশাসনিক কার্যক্রম শুরুর তিন মাসের মাথায় ৬মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন।

গুইমারা সদর ইউনিয়নে ৯ হাজার ৫‘শ ৫৬জন, হাফছড়ি ইউনিয়নে ১৩হাজার ২‘শ ১৮জন এবং সিন্দুকছড়ি ইউনিয়নে ৪ হাজার ৬‘শ ৭জন ভোটার ৬মার্চ অনুষ্ঠিতব্য গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

Exit mobile version