parbattanews

মণিপুরে ধর্ষণের পর বিবস্ত্র করে কুকি সম্প্রদায়ের দুই তরুণীকে রাস্তায় ঘোরানোর ছবি ভাইরাল

সংসদের বাদল অধিবেশন শুরুর মুখেই ভিডিওটি ভাইরাল হয়েছে। কুকি সম্প্রদায়ের দুই কুকি তরুণীকে ধর্ষণের পর রাস্তা দিয়ে বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ক্ষুদ্র-নৃগোষ্ঠি সংগঠন আইটিএলএফ এর দাবি, কাঙপখি জেলার এই ঘটনা দুমাস আগের। কিন্তু, ভিডিওতে অপরাধীদের মুখ স্পষ্ট দেখা গেলেও পুলিশ দু মাসের মধ্যে কোনো ব্যবস্থা নেয়নি। তাদের আরও অভিযোগ ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রশাসন এ মেইতেই সম্প্রদায়ের লোক বেশি বলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ, এই ঘটনায় খলনায়ক ছিল মেইতেই সম্প্রদায়ের মানুষ।

মণিপুরে গণধর্ষণের সংখ্যা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন সংগঠন। তার মধ্যে আজ থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশন উত্তাল হয়েছে মণিপুর নিয়ে। সাংসদরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে উত্তাল হন। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি সাংসদদের আশ্বাস দেন যে বাদল অধিবেশনে মণিপুর নিয়ে আলোচনা হবে।

১১ই আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। ১৭টি সভা বসবে এই অধিবেশনে। ৩১টি বিল পাস হওয়ার কথা।

Exit mobile version