parbattanews

মদপান করে মাতলামীর দায়ে কাপ্তাইয়ে মাদকাসক্তের ৭ দিনের কারাদণ্ড

কারাদণ্ড

কাপ্তাই প্রতিনিধি:

রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক মাদকাসক্তকে আটকের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাইয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাপ্তাই জাকির হোসেন স’মিল  এলাকার মুক্তিযোদ্ধা মনির হোসেন (ভান্ডারী)’র মাদকাসক্ত ছেলে মো. মোস্তফা(২৭) মদ পান করে মাতাল অবস্থায় নিজ স্ত্রী, ছেলে ও পিতাকে ছুরি দিয়ে জবাই করার জন্য হুমিক দেয়। এছাড়াও মদ পান করে ধারালো ছুরি দিয়ে বিভিন্ন ভয় দেখানোর কারনে এলাকার লোকজন  কাপ্তাই পুলিশ ফাঁড়িকে খবর দেয়। পরে পুলিশ এসে মাদকাসক্তকে আটক করে কাপ্তাই থানায় নিয়ে যায় বলে সূত্রে জানা যায়।

সূত্র আরো জানায়, আটককৃত মাদকাসক্তকে থানা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর আসামিকে বৃহস্পতিবার রাঙ্গামাটি জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

আরো  অভিযোগ পাওয়া যায়, উক্ত অপরাধী গত তিন দিন পূর্বে  চন্দ্রঘোনা একটি স’মিলে কাজ করার সময় নৈশপ্রহরীকে ছুরি দিয়ে গুরুত্বর আহত করে চলে আসে। আহত ব্যাক্তি চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানা যায়।

Exit mobile version