parbattanews

মদ্যপানের অভিযোগে মহালছড়ি সদর ইউনিয়ন যুবদলের সভাপতিকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের সাজা

সাজা
নিজস্ব প্রতিনিধি, মহালছড়িঃ
খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সভাপতিকে ৩ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল ২১ জানুয়ারী বুধবার বিকাল ৫ টায় সিঙিনালা গ্রামে মদ খাওয়া অবস্থায় রহমত আলীর ছেলে শাহাজান আলীকে আটক করে পুলিশ। আজ ২২ জানুয়ারী বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেখ ফরিদ আহামেদ বেপরোয়াভাবে মদ্য পান করার অপরাধে ৩ মাসের সাজা দিয়ে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মহালছড়ি উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহাগ সাজাপ্রাপ্ত আসামী শাহাজান আলীকে মহালছড়ি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি বলে স্বীকার করে বলেন, শাহাজান আলী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে মহালছড়ি থানার এস আই রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেপরোয়াভাবে মদ্য পানের অপরাধ ছাড়াও শাহাজান আলীর বিরুদ্ধে আরো অন্য মামলা রয়েছে। সে মামলাত্ওে তাকে আটক দেখানো হয়েছে।

উল্লেখ্য, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত শাহাজান আলী ৫ জানুয়ারীর পর বিএনপির অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধের মহালছড়িতে দ্বিতীয় দিনের ঘটনায় যুবলীগ কর্মী জহুরুল ইসলাম দায়ের করা মারধর ও ভাংচুর মামলার আসামী।

Exit mobile version