parbattanews

মদ্যপ থাকলে নিজেই থেমে যাবে গাড়ি

drunk

তথ্য প্রযুক্তি ডেস্ক:
মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন বহু মানুষ। বহু সতর্কতা জারি করার পরও এই অবস্থার কোনও পরিবর্তন হয় নি। এবার গাড়তেই তৈরি করা হচ্ছে এমন ব্যবস্থা, যাতে মদ্যপ অবস্থায় থাকলে গাড়িই আপনাকে চলাতে দেবে না। অ্যলকোহল-টেস্টার থাকবে গাড়ির মধ্যেই।

মিচিগান বিশ্ববিদ্যালয়ে এবিষয়ে চলছে গবেষনা। সব নতুন গাড়িতেই এই ডিভাইস লাগানো হবে। জানা গিয়েছে, ১৫ বচরে শুধুমাত্র আমেরিকায় মদ্যপ অবস্থায় গাড়ি চলাতে গিয়ে মৃত্যু হয়েছে ৬০,০০০ জনের। এই ডিভাইসে লাগানো থাকবে অ্যালকোহল ডিটেক্ট করে এরকম সেন্সর। আর সেটাতে ধরা পড়লেই বন্ধ হয়ে যাবে গাড়ি। ফলে কমবে দুর্ঘটনা।

Exit mobile version