parbattanews

মধ্যরাতে দরজায় কড়া নেড়ে শীতবস্ত্র দিলেন কাপ্তাই ইউএনও 

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। যার ফলে এলাকার অসহায়-দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। আর এ কারণে রাতেই শীতার্তদের পাশে প্রধানমন্ত্রীর উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) নিয়ে ছুঁটে চলছে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কলেজ গেইট, স্টেডিয়াম পাড়া, বড়ইছড়িসহ বিভিন্ন পল্লি এবং পথের ধারে ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন মানুষের গায়ে জড়িয়ে দেন এই উষ্ণ পরশ।

শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও জানান, পাহাড়ি অঞ্চলে শীতকালে রাত ৯টা মানে গভীর রাত। সাধারণত এ এলাকায় বেশিরভাগ মানুষই পাহাড়ে জুমচাষ করে দিনযাপন। তাই তাদের দিন শুরু হয় কাকডাকা ভোরে। ভোরে অনেক ঠাণ্ডা থাকে। এজন্য ছিন্নমূল বা গরীব মানুষগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উষ্ণতার পরশ কম্বল দেওয়া হয়েছে। গায়ে কম্বল জড়িয়ে দিতেই তাদের হাসিটা প্রাণ কেড়ে নেয়। দুহাত তুলে তারা প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কাছে।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উদ্যান তত্ত্ববিদ রাশেদুজ্জামান ইমরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ।

Exit mobile version