parbattanews

মরক্কোয় ভূমিকম্পে নিহত বেড়ে আড়াই হাজার ছাড়ালো

A woman passes by a collapsed building in the Moroccan town of Imzouren after an earthquake struck the northeastern part of the country early Tuesday.

মরক্কোর মধ্যাঞ্চলে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪২১ জনে। তবে এখনো অনেক প্রান্তিক এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী ও সহায়তা প্রদানকারীরা। খবর আলজাজিরার।

শক্তিশালী এই ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোমবার মরক্কোর রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ২ হাজার ৪৯৭ জনের নিহত ও ২ হাজার ৪৬৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর মরক্কোয় এখনো হাজারো মানুষ গৃহহীন। ভুক্তভোগীরা বলছেন, সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এর ফলে উদ্ধারকাজ এগোচ্ছে না।

এদিকে সরকারের পক্ষ থেকে উদ্ধারকাজের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে খাবার, তাঁবু, চাদর, সুপেয় পানি বিতরণ করা হচ্ছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের উদ্যোগে অনেকেই হতাশ হয়েছেন। কারণ, ভূমিকম্পের পর রাজা চতুর্থ মোহাম্মদ কিংবা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচ-কেউ জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি।

এদিকে সবার কাছ থেকে সাহায্য নিচ্ছে না মরক্কো। তবে স্পেন, কাতার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ত্রাণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর মধ্যে কাতার, স্পেন ও যুক্তরাজ্য সেখানে উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিকভাবে ১০ লাখ মার্কিন ডলারের সাহায্য তহবিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই অর্থ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

Exit mobile version