parbattanews

মহল্লার মসজিদে গিয়ে স্মৃতিকাতর ফারুকী

সম্প্রতি সময় নন্দিত নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী- নুসরাত ইমরোজ তিশা দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান। সন্তানের আকিকার জন্য স্থানীয় একটি মসজিদে মিলাদের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর শৈশবের স্মৃতিবিজড়িত মসজিদে গিয়ে স্মৃতিকাতর হয়ে ওঠেন ফারুকী।

মোস্তফা সরয়োর ফারুকী তার ফেসবুক ভেরিফাইড পেইজে পোস্ট করেন, আমরা যারা মহল্লায় বড় হইছি, আমাদের কাছে মহল্লার মসজিদ একটা বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান! নামাজ ছাড়াও, বিচার আচার সহ আরও অনেক সামাজিক বিষয় আশয়ে এই প্রতিষ্ঠান আমাদের শৈশবের সাথে জড়ায়ে আছে। আমাদের মহল্লার মসজিদের নাম নুরানী মসজিদ। রীতি অনুযায়ী আব্বা আমাদের মেয়ের আকিকার জন্য মিলাদের আয়োজন করেন নুরানী মসজিদে। মসজিদে গিয়ে দেখি সামনের সারিতে পরিচিত মুরুব্বীরা কেউই নেই। জানতে পারি বেশির ভাগই পৃথিবী ছেড়ে চলে গেছেন।’

নিজের শৈশবের কথা তুলে ধরে ফারুকী লেখেন, ‘মসজিদের ভিতরে বসে এই দিক সেই দিক দেখতেছিলাম। মনে পড়লো এই মসজিদে জীবনে প্রথম গেছিলাম আব্বার হাত ধরে। আজকে এতো বছর পর গেলাম আবার। এবার উপলক্ষ্য আমাদের মেয়ের আকিকার মিলাদ। চোখ ভিজে আসতেছিল বারবার। এভাবেই হয়তো বৃত্ত পূর্ণ হয়, এভাবেই আমরা আমাদের অতীতে ফিরে যাই আমদের ভবিষ্যতের হাত ধরে।’

Exit mobile version