মহাঝুঁকি নিয়ে চলছে কাপ্তাই-চট্টগ্রাম যা নচলাচল

fec-image

কাপ্তাই -চট্রগ্রাম সড়কের যানচলাচলে মহা ঝুঁকিপূর্ণ নিয়ে চলছে পরিবহন। কাপ্তাই বালুচর প্রশান্তি পার্কের পাশে স্টিলের লোহার ঝুলন্ত ব্রীজটির দু’পাশে ব্যাপক ভাঙ্গন দেখা দেওয়ার ফলে বিভিন্ন যান চলাচলে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হচ্ছে চালক তথা ভ্রমণপিপাসু পর্যটকরা। স্টিল ব্রিজ ভাঙ্গনের ফলে ইতি মধ্যে কাপ্তাই -চট্রগ্রামের অনেক যান চলাচল করতে গিয়ে গাড়ির চাকা পাংচারসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাসচালক রহমান, ট্রাক চালক পলাশ, সিএনজি চালক করিম ও বাইকচালক তরিল উল্লাহ বলেন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি অনেকই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত কোটি, কোটি টাকার গাছ, বাঁশসহ কাঁচা মালামাল বিভিন্ন জেলায় যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ দেখেও না দেখার ভান করছে। সকলের দাবি ক্ষতিগ্রস্ত প্লেট দুটিকে তুলে নতুনভাবে দুটি প্লেট স্থাপন করা হলে যান চলাচলের সকলের সুবিধা হত। তা করা না হলে, আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে বলে পরিবহণ চালকরা মত প্রকাশ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই-চট্টগ্রাম, চাকা পাংচার, যানচলাচল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন