parbattanews

মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে কারাবন্দির মুক্তি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান কারাগার থেকে টিংকু দে (৩০) নামের এক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি ওই বন্দিকে মুক্তি দেন।

জেল সুপার মো. জান্নাত উল ফরহাদ জানান, মোটরসাইকেল চুরির মামলায় টিংকুর তিন বছরের জেল হয়। ইতিমধ্যে তিনি ১ বছর ৯ মাস ১৭ দিন কারা ভোগ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় এনে কারা কোড অনুযায়ী তাকে মুক্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট পত্র প্রেরণ করা হয়। রাষ্ট্রপতির সম্মতিতে মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে তাকে মুক্তি দেয়া হয়।

মুক্তির পর জেলা প্রশাসক টিংকুকে কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ভালো কোন কাজকে পেশা হিসেবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।

বন্দি মুক্তির সময় অন‍্যান‍্যের মধ‍্যে বান্দরবান কারাগারের জেল সুপার জান্নাত উল ফরহাদ, জেলার মো. জাহেদুল আলম, ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ‍্যোতি চাকমাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ‍্য, মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে ১২ বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে বলে বান্দরবান কারাগার সূত্র জানিয়েছে।

Exit mobile version