parbattanews

মহান স্বাধীনতা দিবসে মানিকছড়িতে শহীদ মিনার ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দেশে চলছে অঘোষিত লকডাউন অবস্থা। সরকার জাতীয় দিবসের সকল কর্মসূচী স্থগিত করলেও অনাড়ম্বর আয়োজনে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দল আওয়ামী লীগ দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।

২৬ মার্চ(বুহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,অফিসার ইনচার্জ আমির হোসেন শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন।

এর পর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন দলীয় অফিসের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।

দলের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম,যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরীসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Exit mobile version