parbattanews

মহালছড়িতে পুণ্যার্থীদের জন্য সেনাবাহিনীর বিশুদ্ধ পানি সরবরাহ

খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম এলাকার সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায়ের ৩ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনী।

বুধবার (৩০ মার্চ) মহালছড়ির দুর্গম ধুমনীঘাট এলাকার শ্রী শ্রী রাম কৃষ্ণ মন্দিরের মহাবারণী তীর্থ গঙ্গা স্নান উৎসব উপলক্ষে আয়োজিত ৩ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহন করতে খরা রৌদ্রে দুর্গম এলাকা থেকে আসা পূণ্যার্থীদের পিপাসা নিবারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করেছে মহালছড়ি সেনাবাহিনী।

শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের পুরোহিত রায়দাস ত্রিপুরা ও স্থানীয় কারবারি কর্মচান ত্রিপুরা বলেন, এ শুকনা মৌসুমে এই এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। পানি সংকটের কারণে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করতে চরম দুর্ভোগে পড়তে হয়। এ দুর্ভোগ লাঘবের জন্য মহালছড়ি সেনাবাহিনী বিশুদ্ধ পানি সরবরাহ করে আমাদের পাশে এসে দাড়িয়েছেন। এ মহতি উদ্যেগের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল আরাফাত হোসেন জানিয়েছেন, ধুমনীঘাট এলাকায় প্রতি বছর শুকনা মৌসুমে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। ফলে ঐ এলাকায় কলেরা, ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তাই সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অংশগ্রহন করতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত পূণ্যার্থীদের কথা চিন্তা করে ৩দিন ব্যাপী বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যেগ গ্রহন করা হয়েছে।

Exit mobile version