parbattanews

মহালছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবারের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে (২৯ ডিসেম্বর) মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ টহল চলাকালীন প্রত্যন্ত এলাকায় সম্পূর্ণ রূপে আগুনে পুড়ে যাওয়া একটি ঘর খুঁজে পায়। জানা যায় প্রায় এক সপ্তাহ পূর্বে অগ্নিকাণ্ডে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং বাড়ির মালিক গৃহহীন হয়ে পড়েন। খবর পেয়ে মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইঁয়া পিএসসি, মহালছড়ি জোন কর্তৃক অসহায় পরিবারটির মাঝে আর্থিক অনুদান ও শীতবস্ত্র প্রদান করেন।

পাশাপাশি স্থানীয় চেয়ারম্যানকে ডেকে বিষয়টি অবহিত করা হয়। তিনি ঘরটি পুনর্নির্মাণের আশ্বাস প্রদান করেন। মহালছড়ি জোনের এমন উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানান । বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রচেষ্টা তাদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Exit mobile version