parbattanews

মহালছড়িতে উৎসব মুখর পরিবেশে চলছে ধর্মীয় উৎসব

mahalchari pic 1
নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি :
খাগড়াছড়ির মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে চলছে সনাতন ধর্ম ও বৌদ্ধ ধর্মীয় উৎসব। এসব উৎসবে অংশ নিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো পুণ্যার্থীর ঢল নামে। মহালছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের বত্রিশ প্রহর ব্যাপী রাস উৎসব চলছে। ২৪ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় শ্রী শ্রী কালি মন্দিরে এ উৎসব উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল হুমায়ূন কবির এসপিপি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি রতন কুমার শীল।

২৫ নভেম্বর বুধবার দুপুর ১টায় মহালছড়ি শ্রী শ্রী কালি মন্দিরে রাস উৎসব পরিদর্শন করেন, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান যতিন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, এড. আশুতোষ চাকমা।

একই দিনে সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে ৩দিন ব্যাপী অভিধম্ম পটঠানসূত্র পাঠ-এর সমাপণী ও কঠিন চীবর দান অনুষ্ঠান হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলোৎপল খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী।

এদিকে একই দিনে চৌংড়াছড়ি মুখ বন বিহারে ২দিন ব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষ দিনে ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা।
ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, মিলন পুর বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ তীলক দ্বীপ স্থবির, মুবাছড়ি গৌতম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞা জ্যোতি স্থবির।

ধর্মীয় দেশনাকালে ভিক্ষুরা লোভ, দ্বেষ, মোহ ত্যাগ করে সকল জীবের হিতার্থে কাজ করতে উপাসক উপাসিকাদের প্রতি আহবান জানান।

Exit mobile version