parbattanews

মহালছড়িতে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণের জন্য উপজেলা লেপ্রসী কন্ট্রোল সাপোর্ট কমিটি গঠিত

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ

মহালছড়িতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণের জন্য উপজেলা লেপ্রসী কন্ট্রোল সাপোর্ট কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম ” নামক একটি বে-সরকারী সংস্থা ও বাংলাদেশ সরকার স্বাস্থ্য বিভাগের সহায়তায় জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচীর আওতায় ২০০২ সাল থেকে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ ও কুষ্ঠ রোগীদের সামাজিক পূর্নবাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।

উক্ত কার্যক্রমকে আরও গতিশীল ও অধিকতর কার্যকর করার লক্ষে মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সোনারতন চাকমা, ও উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমাসহ মোট ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মৃদুল কান্তি ত্রিপুরাকে চেয়ারম্যান করে ৭ জন সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব, উপজেলা সমাজ সেবা অফিসার মো: শহীদুল, সাংবাদিক মিল্টন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চঞ্চল কেতন চাকমা, লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম, প্রতিনিধি নীতি দর্শনা চাকমা ও কুষ্ঠরোগীর একজন প্রতিনিধি বান কুমার চাকমা।

Exit mobile version