parbattanews

মহালছড়িতে কুষ্ঠ বিষয়ক এডভোকেসি সভা

Laprocy advocacy meeting

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে আঞ্চলিক বেসরকারি সংস্থা ‘আলাম’ এর উদ্যোগে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় মহালছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মহালছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান লাব্রেচাই মারমার সভাপতিত্বে এ কর্মশালা উপস্থিত ছিলেন, আলাম এর কোর্ডিনেটর স্বাধীন জীবন চাকমা, সমাজ সেবক বিনন্দ ত্রিপুরা, সুমিলন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

কর্মশালায় আলোচকবৃন্দ বলেন, কুষ্ঠ রোগ সম্পর্কে গ্রামাঞ্চলে এখনো ভুল ধারণা পরিলক্ষিত হয়। ছোঁয়াচে রোগ বলে গ্রামাঞ্চলে কুষ্ঠ রোগীদের এক ঘরে করে রেখে দেওয়ার নিয়ম ছিলো। এ ধরণের মারাত্মক ভ্রান্ত ধারণা থেকে বেড়িয়ে আসতে হবে এবং সবাইকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বর্তমানে সরকারি ও বেসরকারিভাবে কুষ্ঠ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিটি গ্রামে এ ব্যাপারে গণ সচেতনতা সৃষ্টি করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

Exit mobile version