parbattanews

মহালছড়িতে কৃষি উপকরণ বিতরণ

Pic 1 copy

মহালছড়ি প্রতিনিধি:

মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করা হয়েছে। ফসল উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫টি ইউনিয়নের কৃষকদের মাঝে এই উপকরণ দেয়া হবে।

এতে মহালছড়ি উপজেলা উদ্ভিদ সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা মনির উদ্দিনের সঞ্চালনায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তরুণ কান্তি ভট্টাচার্য্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা। বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, প্রাক্তন শিক্ষক শাহাজান পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার ফলে এ সরকারের আমলে আমাদের দেশটি একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিণত হয়েছে। শিক্ষা যেমন জাতির মেরুদ- ঠিক তেমনি কৃষিও অর্থনৈতিক কর্মকা-ের মেরুদ- বলে তারা উল্লেখ করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দিয়ে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।

Exit mobile version