parbattanews

মহালছড়িতে গৌতম বৌদ্ধ বিহারে বাত্তি উৎসর্গ ও প্রজ্জ্বলন

News picture 23-01-2016

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পুরঞ্জয় মহাজন পাড়ায় মুবাছড়ি গৌতম বৌদ্ধ বিহারে ৮৪ হাজার বাত্তি উৎসর্গ ও প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা বলেন, একমাত্র আওয়ামী লীগই সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে উন্নয়ন অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে।

শনিবার সকাল সাড়ে ৯ টায় পুরঞ্জয় মহাজন পাড়ার দায়ক দায়িকাদের আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে জুয়েল চাকমা এসব কথা বলেন।

বুদ্ধ শিশু ঘর অনাথালয়ের পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত সুমনা মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা রবিন্দ্র নাথ খীসা। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, রাজগুরু অগ্রবংশ বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালক ভদন্ত তেজবংশ থেরো। অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহন, পাতিপাত্তি, পাতিবেদা পূজা, বুদ্ধপূজা, অষ্ট পরিক্খার দান, বুদ্ধ মূর্তি দান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত ভিক্ষু সংঘের ধর্মীয় দেশনা ও বিশ্বশান্তি কল্যাণে সমবেত প্রার্থনা করা হয়।

Exit mobile version