parbattanews

মহালছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী

Mahalchari education day 1 Pic 08-02-2016

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী দিনে শিক্ষামেলা, শিক্ষক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষামেলা উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়া, উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আ ন ম মাসুম হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রনব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, উপজেলা প্রাথমিক রিসোর্ট অফিসার জসিম উদ্দিন, উপজেলাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। এ মেলায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় সমূহের বিভিন্ন ধরণের শিক্ষনীয় বিষয় নিয়ে স্টল বসানো হয়।

বিকাল সাড়ে ৩ টায় টাউন হলে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এবারে মহালছড়ি উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪৭ জন জিপিএ ৫ পেয়েছে। এদের প্রত্যেককে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version