মহালছড়িতে জাতীয় স্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

à__o_view1439

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা:

মহালছড়িতে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী দলকে পুরস্কার বিতরন করা হয়। গত ১৮ই আগষ্ট থেকে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে চারটি ইভেন্টে বালক ও বালিকাদের উক্ত প্রতিযোগীতা হয় । প্রতিযোগীতার ইভেন্টগুলো হলো ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার । ২৫ আগষ্ট উক্ত প্রতিযোগীতার ফুটবল খেলার ফাইনাল এর মধ্যে দিয়ে মহালছড়িতে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতা ২০১৩ইং সম্পন্ন হয়েছে ।

ফুটবল প্রতিযোগীতায় হাজার হাজার  দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বালক দলের মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে মাইসছড়ি উচ্চ বিদ্যালয়কে এবং বালিকা দলে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলে মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । ফাইনাল খেলা শেষে প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার তুলে দেন উক্ত আনুষ্ঠানের প্রধান অথিতি মহালছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী । সভাপতিত্ব করেন মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা । ফাইনালে বিজয়ী সকল ইভেন্টের এবং সকল দলের খেলোয়ারেরা জেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহন করবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন