parbattanews

মহালছড়িতে জোন কর্তৃক ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা

মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী জোন কর্তৃক বাজারের ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় এলাকার ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সম্প্রতি চাঁদাবাজির বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ও চাঁদাবাজি রোধকল্পে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

১৩ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর দিদারুল ইসলাম, পিএসসি এর সভাপতিত্বে মহালছড়ি উপজেলা বাজারের সকল শ্রেণীর ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা ভাইস চেয়ারম্যান সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কাঠ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, সিএনজি মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কলা ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ব্রিক ফিল্ড এর মালিক সমিতির সভাপতি  এবং সাধারণ সম্পাদক, জীপ মালিক সমিতির সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, মৌসুমী ফল ব্যবসায়ী সমিতির সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্ব মোট ২২ জন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় ভারপ্রাপ্ত জোন অধিনায়ক জোন কমান্ডার মেজর দিদারুল ইসলাম, পিএসসি বলেন, মহালছড়ি জোন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। মহালছড়ি সেনা জোনের এই উদ্যোগ সন্ত্রাসী ও চাঁদাবাজির কার্যক্রম নিষ্ক্রিয় করতে সক্ষম হবে ।

তিনি আরও বলেন বর্তমান সময়ে করোনা মহামারীর মাঝেও মহালছড়ি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম গ্রহণের ফলে সাধারণ মানুষের জোনের প্রতি তথাপি সেনাবাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি সাধিত হচ্ছে।

Exit mobile version