parbattanews

মহালছড়িতে ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ

Exif_JPEG_420

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে ১নং সদর ইউনিয়ন পরিষদের উদ্যেগে কাবিখা প্রকল্প হতে বিদ্যুৎ বিহীন দুর্গম পাহাড়ি অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। ২৫ মে বুধবার সকাল ১১টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩টি ধর্মীয় প্রতিষ্ঠান এর পরিচালনা কমিটির সদস্যদের হাতে সোলার প্যানেল তুলে দেন। এ সময় আরো ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা ও ৩টি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সোলার বিতরণকালে প্রধান অতিথি মো. ইলিয়াছ মিয়া বলেন, বর্তমান সরকারের আমলে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠান ও গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। তবে আপাত: সময়ের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করতে বিদ্যুতের বিকল্প হিসেবে এ সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে। এ ধরণের সোলার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Exit mobile version