parbattanews

মহালছড়িতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা 

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আল হেজাজ হাওলাদার সোহেল(৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের নির্দেশনায় এসআই নুরুল ইসলামের বুদ্ধিমত্তায় ও পিবিআই এর সহযোগিতায় ১৩ আগস্ট (বৃহস্পতিবার) রাত্রে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের শেরশাহ থেকে এক বালিকাকে(১৩) উদ্ধার ও বালিকার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি আল হেজাজ হাওলাদারকে, পিতা-মৃত মোস্তাবুল হক মোড়লগঞ্জ, বাগেরহাট চট্টগ্রামের বাংলামোটর থেকে আটক করা হয়েছে।

এই ব্যাপারে ভিকটিমের বাবা বাদি হয়ে অপহরণ করে ধর্ষণ করার অপরাধে এজাহার দায়ের করলে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩)এর ৭/৯(১) ধারায় মামলা রজু করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায় ভিকটিম (১৩) গত ১৫ জুলাই মাইসছড়ির নিজ বাড়ি থেকে হারিয়ে গেলে মহালছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। উক্ত ডায়েরি মূলে মহালছড়ি থানার এস আই নুরুল ইসলামের নেতৃত্বে অনেক খোঁজাখুঁজি ও তার বুদ্ধিমত্তায় ভিকটিমকে উদ্ধার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামীকে আটক করে মহালছড়ি থানায় নিয়ে আসা হয়।

Exit mobile version