parbattanews

মহালছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ রাষ্ট্র বিরোধী লিফলেট এবং ইউপিডিএফ’র সাংগঠনিক নথিপত্রসহ সুপায়ন চাকমা নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টায় মহালছড়ির লেমুছড়িতে এ অস্ত্র ও গুলিসহ অন্যান সরঞ্জাম উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের নিরপত্তা বাহিনীর সদস্যরা লেমুছড়িতে অভিযান চালায়। এ সময় ইউপিডিএফ’র সক্রিয় সদস্য সুপায়ন চাকমাকে একটি ইউএসএ-এর তৈরি একটি স্টিভেনস (শর্টগান মডেল ৯৪ এফ ১২ গেজ) শর্টগানের দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইউপিডিএফ’র আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী লিফলেট, ব্যানার, ইউপিডিএফ’র সাংগঠনিক গুরুত্বপূর্ণ নথিপত্র, ধারালো অস্ত্র, মোবাইল ফোন, সিম কার্ড, মেগাফোন, ঔষধপত্র আটক করা হয়। পরে আটক সুপায়ন চাকমাকে মহালছড়ি থানায় সোপর্দ করা হয়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Exit mobile version