parbattanews

মহালছড়িতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত 

IMG_20170430_112027 (2) copy

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সোমবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. নাদিম সারওয়ারর সভাপতিত্বে যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রমসমূহ ইত্যাদি বিষয়ের উপর এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু বিমল কান্তি চাকমা, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো. মহসিন তালুকদার, মহালছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তনয় চাকমা, স্থানীয় ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version