parbattanews

মহালছড়িতে পাচার কালে দুই জিপ কাঠ আটক

mahalchari news picture 20-07-2013

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
মহালছড়িতে কাঠ পাচার কালে গত ১৯ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে ধুমনিঘাট এলাকা হতে মহালছড়ি জোনের সেনাবাহিনী দুই জিপ কাঠ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ছিদ্দিকির নেতৃত্বে একটি টহল দল ধুমনিঘাট এলাকা হতে উক্ত সেগুন ও গামারী কাঠ বোঝাই জিপ দুটি এবং পাচারকারী রমজান আলী ও দুই জিপ ড্রাইভার সহিদুল ইসলাম ও মহিউদ্দিনকে আটক করে।

জিপ দুটির নং যথাক্রমে চট্টমেট্রো- খ- ৩০৫১, ও ঢাকা মেট্রো- গ- ১২২৬। বন বিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কাঠবোঝাই জিপ সহ কাঠ পাচারকারীদের মহালছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তাকে হস্তান্তর করা হয়। কাঠের পরিমাণ আনুমানিক ১৩০ ঘনফুট।

সেনাকর্মকর্তা ক্যাপ্টেন ছিদ্দিকি বলেন, দীর্ঘদিন যাবত থেকে এই রাস্তায় অবৈধভাবে কাঠ পাচারের খবর পাওয়া গেলেও সঠিক তথ্য না পাওয়াতে কাঠ আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, সেনাবাহিনী নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সম্পদ রক্ষার্থে বদ্ধ পরিকর। যে কোন মূল্যে চোরা চালান রোধ করা হবে বলে জানান তিনি।  

Exit mobile version