parbattanews

মহালছড়িতে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থদণ্ড দেওয়া হয়েছে

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টার সময় উপজেলার শান্তিনগর এলাকা থেকে মহালছড়ি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না নাসরীন ঊর্মি মহালছড়ি থানার সহযোগিতায় পাহাড় কাটার সময় হাতে নাতে ধরেন।

এদিকে পাহাড়ের মালিক মো. একলাস হোসেন (৩০) পিতা মো. আব্দুল কুদ্দুস মিয়া বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর (সংশোধনীয় ২০১০) ৬ এর (খ) ধারায় দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জোবাইরুল হক, পাহাড় কাটার বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে বলেন, এব্যপারে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে, অপরাধী যত বড় হউক না কেনো আইনের আওতায় এনে তাকে অবশ্যই সাজা দেওয়া হবে।

Exit mobile version